আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৪৮। রাষ্ট্রপতি
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

৪৮। রাষ্ট্রপতি

(১) বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী [জাতীয় পরিষদের তিন-চতুর্থাংশ মুখ্য সদস্য কর্তৃক মনোনীত বা নির্বাচিত তিন জন প্রার্থী হইতে, ইনস্ট্যান্ট রানঅফ ভোটিং (টপ-থ্রি) পদ্ধতিতে সংসদে বিভক্তি ভোটের মাধ্যমে] নির্বাচিত হইবেন।

(২) রাষ্ট্রপ্রধানরূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন এবং এই সংবিধান ও অন্য কোনো আইনের দ্বারা তাঁহাকে প্রদত্ত ও তাঁহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করিবেন।

[(৩) প্রধানমন্ত্রী (সংসদ নেতা), উপ-প্রধানমন্ত্রী (সংসদ উপনেতা), সহযোগী দলের নেতা, সহযোগী দলের উপনেতা, হুইপ, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও জাতীয় পরিষদের মুখ্য সদস্য নিয়োগ ব্যতীত রাষ্টপতি তাঁহার অন্য সকল ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য পালনে জাতীয় পরিষদের পরামর্শ অনুযায়ী কার্য করিবেন;

তবে শর্ত থাকে যে, জাতীয় পরিষদ কর্তৃক পরামর্শদানে প্রধানমন্ত্রী, স্পিকার বা সহযোগী দলের নেতা বা তাঁদের অবর্তমানে ভারপ্রাপ্ত সদস্যের অবশ্যই সম্মতি থাকিতে হইবে]

(৪) কোনো ব্যক্তি রাষ্ট্রপতি প্রার্থী হইবার যোগ্য হইবেন না, যদি তিনি-

[(ক) ৫০ বৎসরের কম ও ৭০ বৎসরের বেশি বয়স্ক হন; অথবা

(খ) সাবেক বা বর্তমান সংসদ-সদস্য হন অথবা ]

(গ) জাতীয় পরিষদের সাবেক বা বর্তমান মুখ্য সদস্য না হন অথবা

[(ঘ) কখনও রাষ্ট্রপতির পদ বা মুখ্য সদস্য পদ হইতে স্বেচ্ছায় পদত্যাগ করিয়া থাকেন বা এই সংবিধানের অধীন অভিশংসন বা অপসারিত হইয়া থাকেন]

(উ) দ্বৈত নাগরিকত্ব বা বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার ত্যাগ করে পাঁচ বছর অতিবাহিত না হয়।

(ঊ) পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে পাঁচ বৎসরকাল অতিবাহিত না হলে।

(ঋ) তিনি অসদাচরণের দায়ে বা কোনো ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন ৫ লাখ টাকা বা ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাঁর অর্থ প্রদান বা মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়।;

[(৫) মুখ্য সদস্যদের মধ্য থেকে যোগ্যতা সম্পন্ন ৬জন প্রার্থী না থাকিলে, গৌণ সভা-সভাপতি সদস্যদের মধ্যে হইতে বাকি সদস্য রাষ্ট্রপতি প্রার্থী হইবেন। ]

() রাষ্ট্রপতি তাঁহার কার্যভারকালে ও পরবর্তীতে স্থানীয় সংস্থার সদস্য ও সংসদ-সদস্য প্রার্থী হইবার যোগ্য হইবেন না

() রাষ্ট্রপতি নির্বাচন, শপথ এবং ‘ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য’ এই সংবিধানের তফসিল অনুযায়ী হইবে।

 

“১। (৩) এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্টপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন:

তবে শর্ত থাকে যে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোন পরামর্শদান করিয়াছেন কি না এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন, কোন আদালত সেই সম্পর্কে কোন প্রশ্নের তদন্ত করিতে পারিবেন না। ”, “২। (ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা ”,  “৩। (খ) সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন; অথবা”, “৪। (গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন”, “৫। (৫) প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখিবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করিলে যেকোন বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করিবেন”,


০০।  ককককক= নতুন উপধারা বা ধারা, কককককসংযুক্ত[কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"